নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : গণতন্ত্রে তাদের আসন সংখ্যা শূন্য। কিন্তু তা সত্ত্বেও করোনা মহামারীর শুরু থেকেই রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা পথে নেমেছে বারবার মানুষের সেবার জন্য। তারা কখনো বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে অক্সিজেন ও খাবার। কখনো বন্যা কবলিত কিংবা ঝড়ে বিধ্বস্ত মানুষদের কাছে পৌঁছে গেছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে। এবার তারা শীতের শুরুতে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো।
গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে অবস্থিত সিপিআইএম এর উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির অফিস থেকে সোমবার বিকালে রেড ভলেন্টিয়ার্স এর বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেশ্বর গ্রুপের সদস্যরা স্থানীয় এলাকার দুস্থ মানুষদের হাতে তুলে দিলো শীতবস্ত্র ও কম্বল। এদিন তারা প্রায় ৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র ও ৫০ জন মানুষের হাতে কম্বল তুলে দেয়।
আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা মনোজ ব্যানার্জি, দিলীপ মণ্ডল, দীপক রায়, তারক নাথ দাস সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্য সৌমেন বাগ, সৌমেন চরণ, শৈলেন বাগ, মোঃ কামাল, বিশ্বজিৎ হুদাতি, মিলন খান, দেবাশিস পুরকাইত সহ আরো অনেকে।
এছাড়াও এদিন সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে অনলাইনে ' ই - শ্রম কার্ড ' বানানোর কাজ শুরু করা হয়। এর আগেও এই গ্রুপের সদস্যরা কলেজে ভর্তির জন্য বিনামূল্যে ফর্ম ফিলাপ করিয়েছিল ছাত্র ছাত্রীদের। তাদের এই কাজে খুশি এলাকার সাধারণ মানুষজন।


No comments:
Post a Comment