Breaking

Tuesday, November 23, 2021

আপনার ত্বকের যত্ন নিতে ব্যাবহার করুন কিছু ঘরোয়া টোটকা

ওয়েব ডেস্ক : নারীরা নিজেদের ত্বক নিয়ে বরাবরই খুবই সচেতন। তবে বর্তমানে পুরুষরাও এব্যাপারে পিছিয়ে নেই। নিজেদের ত্বক সুস্থ ও সুন্দর রাখতে আমরা কম বেশি সবাই ব্যাবহার করে থাকি বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী। তবে জানেন কী ত্বক সুস্থ ও সুন্দর রাখতে আমাদের জীবনে ঘরোয়া কিছু জিনিস দারুন উপকারী। এই শীতের শুরুতে আমরা আমাদের ত্বক নিয়ে একটু বেশি যত্নবান হই। তাহলে আসুন আপনার ত্বকের সমস্যা দূর করে তাকে সুন্দর করে তুলতে কি কি জিনিসের ব্যাবহার করা যেতে পারে। 

অনেকের মুখেই নানান ধরনের দাগ হয়ে থাকে। মুখের যে কোন ধরনের দাগ দূর করতে মুখে নারকেলের জল লাগান। দেখবেন কিছু দিন পরেই উপকার বুঝতে পারবেন। 

এক চামচ মধু, এক চামচ চালের গুঁড়ো ও হাফ পাতিলেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে মুখে স্ক্রাব করুন। আপনার মুখ খুব ভালো পরিষ্কার হবে এটি করলে। 

এছাড়াও মুখের দাগ দূর করতে নিমপাতা বাটার সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে দিন। দেখবেন মুখের সমস্ত দাগ উঠে যাবে। 

বর্তমানে নারী কিংবা পুরুষ ব্রণর সমস্যায় কম বেশি সবাই ভোগেন। চন্দন গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে ব্রণতে লাগালে ব্রণ কমে যাবে। এতে ব্রণর দাগও দূর হবে। 

গ্যাসের সামনে থেকে রান্না করলে মুখে আগুনের তাপ লাগে। এই সমস্যা থেকে বাঁচতে মুখে টমেটোর রস লাগিয়ে রাখুন। এতে তাপ লাগবে না আপনার ত্বকে। 

কমলালেবু - তে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন - সি যেটি ত্বকের পক্ষে খুবই উপকারী। 

মুলতানি মাটির সাথে পেঁয়াজের রস মিশিয়ে সেটি মুখে লাগিয়ে দিন। এটি করলে মুখের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে।


No comments:

Post a Comment

Adbox