বিনোদন ডেস্ক : সুরা তালিকায় আর অবৈধ থাকলো না মহুয়া। 'হেরিটেজ' তকমা দিল রাজ্য। মহুয়া দিয়ে এবার তৈরি করা যাবে মদ। আর বেআইনি রইলো না। মহুয়াকে বৈধ করা হল মধ্যপ্রদেশের নতুন আবগারি নীতিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার তেমনি ঘোষণা করেছেন পানীয়টি ‘হেরিটেজ লিকার’ তালিকায় সংযোজিত হতে চলেছে। "ঐতিহ্যগত মদ" হিসাবে রাজ্যে বিক্রি হতে চলেছে মহুয়া।
এক অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সরকার নতুন আবগারি নীতি তৈরি করছে যার মধ্যে কেউ যদি ঐতিহ্যগত উপায়ে মদ তৈরি করতে মহুয়া ব্যাবহার করে তবে তা আর বেআইনি হবে না৷ এটি বিক্রি করা যাবে। হেরিটেজ মদের মধ্যে যা তৈরি হবে তা আদিবাসীদের আয়ের উৎস হবে। ফলে মধ্য প্রদেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষ মহুয়া থেকে পানীয় তৈরি করতে পেতে চলেছে আইনি ছাড়। এই পানীয় সরাসরি বিক্রিও করতে পারবেন আদিবাসীরা। সে ভাবেই তৈরি হবে নয়া আইন।


No comments:
Post a Comment