Breaking

Tuesday, November 23, 2021

স্ত্রীর জন্মদিন ভুলেও ভুলবেন না, ভুলে গেলেই বিপদ

বিনোদন ডেস্ক : স্ত্রীর জন্মদিন ভুলে যান, তাহলে আপনার জীবনে অনেক দুঃখ আছে। এমনকি আপনাকে জেলের ঘানিও টানতে হতে পারে। যাতে আগামি দিনে আপনি ওই ভুল আর না করেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন দেশে এমন আজব আইন রয়েছে।  দেশটির নাম হল সামোয়া। আর কি এই আজব আইন? সে দেশে স্ত্রীর জন্মদিন যদি স্বামী ভুলে যায় তাহলে তাকে জেল যেতে হবে।  প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত ছোট্ট একটি দ্বীপদেশ হলো সামোয়া। অপূর্ব সুন্দর এই দেশে রয়েছে আজব কঠোর এই নিয়ম কানুন। স্ত্রীর জন্মদিন স্বামী ভুলে গেলে এই দেশ তাকে শাস্তি দেবে। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া হলো একটি দণ্ডনীয় অপরাধ।  সামোয়ার আইন অনুযায়ী, স্বামী যদি তাঁর স্ত্রীর জন্মদিন ভুলে যায় তাহলে তা অপরাধ বলে ধরা হয়। আর স্ত্রী যদি সেটি পুলিসে গিয়ে অভিযোগ দায়ের করেন, তা হলে স্বামীর শাস্তি তো হবেই। শাস্তি দিয়ে আসলে তাঁকে শোধরানোর  চেষ্টা করা হয়। যাতে এই ভুল তিনি আর এই জীবনে না করেন।

No comments:

Post a Comment

Adbox