Breaking

Thursday, October 21, 2021

প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে করুন মা লক্ষ্মীর আরাধনা

প্রদীপ কুমার সাঁতরা :  প্রতি বৃহস্পতিবার করুন ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর পুজো।  লক্ষ্মীর কৃপায় আপনার সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। কিন্তু মা লক্ষ্মীর পুজো করার সময় কিছু নিয়ম মেনে করতে হয়। আসুন কিছু নিয়ম জেনে নেওয়া যাক। মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল কখনোই ব্যাবহার করা যাবে না। লাল, গোলাপী রঙের ফুল দিয়ে মায়ের পূজা অর্চনা করুন। ধূপ,  মোমবাতি অতি অবশ্যই মায়ের ডান দিকে রাখতে হবে। সাদা বা কালো বস্ত্রের উপর মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করা যাবে না। পুজারীকে মা লক্ষ্মী পুজোর সময় লাল বা হলুদ রঙের কাপড় পরতে হবে। এই কয়েকটি নিয়ম মেনে করুন মা লক্ষ্মীর আরাধনা।

No comments:

Post a Comment

Adbox