Breaking

Monday, September 6, 2021

এবার তার জীবন কাহিনী নিয়ে তৈরি করা হবে বায়োপিক

এবার তার জীবন কাহিনী নিয়ে তৈরি করা হবে বায়োপিক 

প্রদীপ কুমার সাঁতরা :- ' গলি থেকে রাজপথ ' - তার সম্বন্ধে এই কথাটা বলা যেতেই পারে। তিনি রানাঘাট এর রেল স্টেশন থেকে গান করে সোশাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছিলেন। তিনি তার গান দিয়ে বলিউড মাতিয়েছেন। এখন তিনি আর গানের মধ্যে সীমাবদ্ধ নেই, তার জীবন কাহিনী নিয়ে এবার তৈরি করা হবে বায়োপিক। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি, ঠিকই ধরেছেন তিনি আর কেউ নন তিনি হলেন সুদূর রানাঘাট এর রানু মণ্ডল। একটি বেসরকারি সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই সংবাদ টি। রানু মণ্ডল বলিউডে পা রাখেন হিমেশ রেশমিয়ার হাত ধরে। তার সুরে গান গেয়ে ভারতবাসীর কাছে পরিচিতি পান রানু মণ্ডল। 

আর এবার বলিউডের বড় পর্দায় দেখা যাবে তার জীবন কাহিনী। তাকে নিয়ে তৈরি হবে হিন্দি ভাষায় ছবি। এই বায়োপিক এর নাম দেওয়া হয়েছে " মিস রানু মারিয়া " ( Miss Ranu Mariya )। শোনা যাচ্ছে চলতি বছরের নভেম্বর মাস থেকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। হৃশিকেষ  মন্ডল এই সিনেমার পরিচালক। নদিয়ার বোগো পাড়ার বাসিন্দা রানু মণ্ডল, তার জীবন এর নানান দিক তুলে ধরা হবে এই ছবিতে। রানু মণ্ডল এর চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে অভিনেত্রী ইশিকা দে কে। ইশিকা দে বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমা তেও কাজ করছেন। অভিনেত্রী ইশিকা দে জানিয়েছেন, রানু মণ্ডল এর চরিত্রে অভিনয় করা তার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হবে। তার কারণ এই ছবিতে রানু মণ্ডল এর জীবনের বিভিন্ন সময়ের পরিবর্তন তুলে ধরতে হবে। 
এই ছবিতে সুর দেবেন সিধু, নীলাকাশ ও সুরজিৎ। এই ছবির জন্য একটি অ্যালবাম বানানো হবে যাতে থাকবে ১৫ টি গান। কিন্তু সিনেমায় ব্যাবহৃত হবে ৮ টি গান। এই ছবির বেশ কয়েকটি গান রানু মণ্ডল নিজে গাইবেন। এই ছবিতে অতিথি হিসাবে দেখা যাবে হিমেশ রেশমিয়া কেও। এই ছবির শুটিং হবে মুম্বাই, কলকাতা ও রানাঘাটে।

No comments:

Post a Comment

Adbox