Breaking

Sunday, September 5, 2021

শতরান করলেন রোহিত শর্মা

শতরান করলেন রোহিত শর্মা 

প্রদীপ কুমার সাঁতরা :-  ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৪৩/০* (১৬ ওভার)। ভারত তখনও ইংল্যান্ডের থেকে ৫৬ রানে পিছিয়ে ছিল। 

তৃতীয় দিনে ভারত এর দুই অপরাজিত ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল ব্যাট করতে আসেন। ওপেনিং পার্টনারশিপ হিসেবে তারা ৮৩ রান যোগ করেন। এরপর কে এল রাহুল ৪৬ রান করে আউট হয়ে যান। তিনি এই ইনিংসে ৬ টি ৪ ও ১ টি ছক্কা হাঁকান। এরপর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। রোহিত ও পূজারা জুটি দ্বিতীয় উইকেট এর পার্টনারশিপ হিসেবে ১৫৩ রান সংগ্রহ করেন। দলের রান যখন ২৩৬, ঠিক তখন আউট হয়ে যান রোহিত শর্মা। এই দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করেছেন। তার এই ইনিংস ভারতকে এই ম্যাচে ফেরাতে সাহায্য করেছে। রোহিত শর্মা ২৫৬ বল খেলে ব্যাক্তিগত ১২৭ রান করে আউট হয়ে যান। রোহিত এর এই ইনিংস ১৪ টি ৪ ও ১ টি ৬ দিয়ে সাজানো। টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে এটিই রোহিতের প্রথম শতরান। রোহিতের আউট এর পর ব্যাট করতে আসেন ক্যাপ্টেন বিরাট কোহলি। যে ওভারে অলি রবিনসন রোহিত কে আউট করেন সেই একই ওভারে তিনি চেতেশ্বর পুজারা কেও আউট করেন। পূজারা ৯ টি ৪ এর সাহায্যে ৬১ রান করে আউট হয়ে যান। তৃতীয় দিনের খেলা শেষে ভারত ৯২ ওভার ব্যাট করে ৩ টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৭০ রান। বিরাট কোহলি ২২ রান করে ও রবীন্দ্র জাদেজা ৯ রান করে ক্রিজে অপরাজিত আছেন। ভারত দ্বিতীয় ইনিংসে, ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়ে রয়েছে। ভারতীয় ব্যাটসম্যানরা একটু ধৈর্য ও দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে একটি বিশাল রানের লক্ষ্যমাত্রা রাখতে পারবে ইংল্যান্ডের সামনে। 

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলার অলি রবিনসন ২ টি ও জেমস অ্যান্ডারসন ১ টি উইকেট নেন। 

ম্যাচের স্কোর কার্ড :- 
--------------------------------
ভারত (প্রথম ইনিংস) -- ১৯১/১০ (৬১.৩ ওভার) 
ইংল্যান্ড (প্রথম ইনিংস) -- ২৯০/১০ (৮৪ ওভার) 
ভারত (দ্বিতীয় ইনিংস) -- ২৭০/৩* (৯২ ওভার)

ভারত দ্বিতীয় ইনিংসে, ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়ে রয়েছে।

No comments:

Post a Comment

Adbox