বাম সংগঠন গুলির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া :- আজ, রবিবার, ৫ ই সেপ্টেম্বর, সারা দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসের দিন বিকালে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ' বুড়িখালী হাই স্কুল ' - এর প্রথম গেটের সামনে বাম সংগঠন গুলির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রেড ভলেন্টিয়ার্স এর বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেশ্বর শাখার উদ্যোগে যে " মুক্ত পাঠশালা " গুলিতে বিনা পারিশ্রমিকে পাঠদানকারী শিক্ষক গণ ও স্থানীয় এলাকার অন্যান্য বিশিষ্ট শিক্ষকদের শিক্ষক দিবস উপলক্ষে সন্মানিত করা হয়। এছাড়াও বাম সংগঠন গুলির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন। অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের উপর অমানবিক দমন নিপীড়ন এর প্রতিবাদে, স্বাস্থ্য বিধি মেনে স্কুল - কলেজ - বিশ্ববিদ্যালয় খোলার দাবি সহ একাধিক দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ABPTA, ABTA, মানবসম্পদ সহায়ক কর্মী ইউনিয়ন, এসএফআই ও রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন - ABTA এর পক্ষ থেকে কেশব কোলে , ABPTA এর পক্ষ থেকে সৌমেন বাগ , মহঃ কামাল , মহঃ ইন্তেয়াজ , শিবশংকর দে , যুব সংগঠন এর পক্ষ থেকে মহঃ হাকিম , মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মনোজ ব্যানার্জী, এসএফআই এর পক্ষ থেকে সপ্তপর্ণী বিশ্বাস , রিনিকা ধারা ও স্রেয়ান সেনগুপ্ত এবং রেড ভলেনটিয়ার্স এর পক্ষ থেকে বিশ্বজিৎ হুদাতী , সৌমেন চরণ , শৈলেন বাগ , বিপ্লব বিশ্বাস।
No comments:
Post a Comment