Breaking

Friday, July 14, 2023

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং লোন প্রদান নিয়ে এক ব্যবসায়িক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, মালদা :- কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং লোন প্রদান নিয়ে এক ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের উদ্যোগে আয়োজন করা হয়েছিল আলোচনা সভার। উপস্থিত ছিলেন ওই ব্যাংকের আঞ্চলিক প্রধান সহ শিল্পদ্যোগী এবং ব্যবসায়ীরা। 

জেলায় নতুন নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে ব্যবসায়ীদের ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের লোন প্রদান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এদিন। এদিনের এই সভায় বিভিন্ন শিল্পদ্যোগীদের মাঝে ঋণপত্র প্রদান করেন ওই ব্যাংকের আঞ্চলিক মহা ব্যবস্থা কারক উজ্জ্বল কুমার চন্দ্র। 

এদিকে যারা নতুন শিল্প উদ্যোগী শিল্প স্থাপন করতে ব্যাংকের সহায়তা গ্রহণের জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তাদের প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার জন্য আহ্বান করেন জেলা ব্যবসায়ী নেতা তথা বিশিষ্ট শিল্পদ্যোগী উজ্জ্বল সাহা। 


No comments:

Post a Comment

Adbox