Breaking

Monday, July 17, 2023

ফজলি আমের চাহিদা দেশ-বিদেশে এখনো প্রচুর রয়েছে !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মালদার আম নামে ফজলি, এ নামটি জেলা তথা সারা দেশ এবং বিদেশেও খ্যাতি অর্জন করেছে আম প্রেমিকদের কাছে। এখন আম প্রায় শেষের দিকে তবুও ফজলি আমের চাহিদা দেশ-বিদেশে এখনো প্রচুর রয়েছে। তাই মালদার আম চাষীরা বিভিন্ন জায়গার বিভিন্ন বাজারে তাদের উৎপাদিত আম বিক্রি করতে ব্যস্ত। এর পাশাপাশি এমনই একটি আমের বাজার মালদার আলামপুর সংলগ্ন এলাকায়। 

সেই বাজারের আম চাষীরা ও ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে ফজলি আম সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে বাজারে বসে। প্রত্যেকদিন আমের দাম বর্তমান ঊর্ধ্বমুখী রয়েছে , বর্তমানে আমের মূল্য 30 থেকে 35 টাকা পার কিলো। যদিও এই দামে সন্তুষ্ট না চাষী থেকে বিক্রেতা সকলে। 

বেশ কিছু আম বিক্রেতা যারা জানান যে তাদের মালদার যে ফজলি আম রয়েছে সেই আম বিদেশের বাজারে প্রচুর চাহিদা রয়েছে তবুও তারা বিদেশে মাঝেসাজে আম পাঠাতে সমর্থ হলেও বর্তমানে যে পরিমাণ চাহিদা আমের, বিদেশের বাজারে সেই আম তারা পাঠাতে পারছেন না বলে জানান আম ব্যবসায়িক বিক্রেতারা। 


No comments:

Post a Comment

Adbox