Breaking

Saturday, July 8, 2023

তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই জোট প্রার্থী ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল কর্মী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার দক্ষিণ আলীনগরের মধ্যটোলা এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মী আলী ফরিজুল হক বয়স (৪৭) বছর। অভিযুক্তরা হল জোট প্রার্থী মানোয়ারা বিবি, তার স্বামী ডালু শেখ সহ তার দলবলের বিরুদ্ধে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ আলীনগরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী শংকর চৌধুরীর হয়ে ভোট প্রচার করছিলেন আক্রান্ত তৃণমূল কর্মী। গতকাল রাতে ভোটের কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে জোট প্রার্থী ও তার স্বামী এবং দলবলের সমর্থকরা রাস্তায় ওই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। এছাড়াও তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পায়ে আঘাত করে। 

আক্রান্ত তৃণমূল কর্মীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আক্রান্ত তৃণমূল কর্মী। 


No comments:

Post a Comment

Adbox