Breaking

Friday, July 7, 2023

মালদা জেলার প্রতিটি ব্লকের ডিসিআরসি কেন্দ্র থেকে বন্টন করা হয় ভোট সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, মালদা :- এক নজরে মালদা জেলা।

মোট ভোট কর্মী :- ১৮,০০০ জন। 
মোট বুথ সংখ্যা :- ৩,১৮৬ টি। 

মালদা জেলায় মোট ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১৮ কোম্পানি এসে পৌঁছে গেছে।

প্রায় ৩০০ টি বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। 

প্রতিটি ব্লকে ১০ টি মহিলা বুথ থাকবে। 

মোট ভোটার সংখ্যা ২৯ লক্ষ ২ হাজার ২২৫ জন। 
মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা : ১৫ 
আসন সংখ্যা ৪৩৬ 
জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৩ 

শুক্রবার সকাল দশটা থেকে মালদা জেলার প্রতিটি ব্লকের ডিসিআরসি কেন্দ্র থেকে বন্টন করা হয় ভোট সামগ্রী। এক প্রিজাইডিং অফিসার জানিয়েছেন নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। 


No comments:

Post a Comment

Adbox