Breaking

Friday, July 14, 2023

রতুয়া ব্লকের পুকুরিয়ার মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুরে, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- রতুয়া ব্লকের পুকুরিয়ার মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুরে, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর। এলাকায় ব্যাপক উত্তেজনা। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুকুরিয়ার থানার পুলিশ। উভয় পক্ষের ৯ জনকে গ্রেফতার করেছে পুকুরিয়া থানার পুলিশ। 

কংগ্রেস সমর্থকদের অভিযোগ, তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। পাল্টা তৃণমূল সমর্থকদের অভিযোগ, এই বুথে কংগ্রেস প্রার্থী জয়ী হয়, তার পরই তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয়, তাদের মারধর করা হয়। পুলিশ উভয় পক্ষের মোট নয় জনকে গ্রেফতার করেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। 

কংগ্রেস নেতা তথা এলাকা থেকে জয়ী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, শেখ ওয়াজুল এর অভিযোগ, নির্বাচনের আগে থেকেই এলাকায় তৃণমূল সন্ত্রাস করছিল। তিনি সেই সন্ত্রাস উপেক্ষা করে এখানে জয়ী হয়েছেন। তারপরেই বেছে বেছে কংগ্রেস সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে।

পাল্টা তৃণমূল নেতা, শেখ মানোয়ার হোসেনের অভিযোগ, কংগ্রেস এখানে জয়ী হওয়ার পর থেকে তৃণমূল সমর্থকদের হুমকি দিচ্ছিল। এবার সরাসরি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। 

No comments:

Post a Comment

Adbox