Breaking

Friday, July 14, 2023

মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে বদ্ধ জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিলো ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে বদ্ধ জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিলো ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ। এমনকি ডেঙ্গু , ম্যালেরিয়ার মতোন রোগ নিধনের ক্ষেত্রেও এই গাপ্পি মাছের উপকারিতা রয়েছে। সেদিকেই লক্ষ্য রেখে মালদা শহরের বিভিন্ন এলাকার বদ্ধ জলাশয়গুলিতে গাফ্ফি মাছ ছাড়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার পুরসভার উদ্যোগে মালদা শহরের পিরোজপুর ওমেন্স কলেজ রোড সংলগ্ন এলাকার একটি বদ্ধ পুকুরে কয়েকশো গাপ্পি মাছ ছাড়েন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।  এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিল সহ পৌরসভার আধিকারিক। 

এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানিয়েছেন, মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে শহরের আনাচে-কানাচে যে সব জায়গায় বদ্ধ জলাশয় রয়েছে, সেখানে ধাপে ধাপে লক্ষাধিক গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন পৌরসভার উদ্যোগে মালদা শহরের পিরোজপুর ওমেন্স কলেজ রোড সংলগ্ন এলাকার একটি বদ্ধ পুকুরে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়। বর্ষার মরশুমের মধ্যে মালদা শহরের যে সব জায়গায় বদ্ধ জলাশয় রয়েছে, সেখানেই গাপ্পি মাছ ছেড়ে মশার লার্ভা নিধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 


No comments:

Post a Comment

Adbox