আয়াপনা হচ্ছে একটি ঔষুধি ভেষজ যা বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই বিষয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান, আয়াপনার বিদেশি বাজার প্রচুর। এটি একটি অর্থকারী ফসল। লকডাউনের আগে পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরে পাঠানো হতো। জেলা জুড়ে আস্তে আস্তে এই অর্থকারী ফসল চাষ বাড়ানোর চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন।
নিজস্ব প্রতিনিধি, মালদা :- মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে আয়াপনা। মালদার কৃষি ক্ষেত্রে নতুন এই চাষ দিশা দেখাচ্ছেন জেলার কৃষকদের। মালদার হবিবপুর ব্লকের লাঙ্গন ভাঙ্গা মাঠ সহ-বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে আয়াপনা। হবিবপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগে চাষ করা হচ্ছে আয়াপনা।


No comments:
Post a Comment