Breaking

Tuesday, May 16, 2023

শহরের যানজট মোকাবিলায় উদ্যোগ নিল ইংলিশ বাজার পৌরসভা

নিজস্ব প্রতিনিধি, মালদা :- শহরের যানজট মোকাবিলায় উদ্যোগ নিল ইংলিশ বাজার পৌরসভা। মঙ্গলবার শহরের রথবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসক। শহর জুড়ে রাস্তা দখল করে বেআইনি পার্কিং। ফুটপাত দখল করে, ব্যবসা-বাণিজ্য। ফলে যানজট নিত্যদিনের সমস্যা মালদা শহরের। 

সমস্যার মধ্যে পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষদের। অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরে। শেষমেষ শহরকে যানজট মুক্ত করতে খোদ পথে নামলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এবং সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। 

মঙ্গলবার সকাল থেকেই মালদা শহরের রথবাড়ি সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ এবং পৌর আধিকারীদের সাথে নিয়ে পায়ে হেঁটে বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করে যানজট মুক্ত করার নির্দেশ দেন চেয়ারম্যান এবং মহকুমা শাসক। রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীদের দোকানপাট উঠিয়ে দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। তার পাশাপাশি অবৈধভাবে গাড়ি পার্কিং করায় বেশ কয়েকটি গাড়িকে ফাইন করা হয় এদিন।

No comments:

Post a Comment

Adbox