Breaking

Saturday, March 18, 2023

গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিনিধি :- গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত ৩২০ কোঠাবাড়ি এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত গৃহবধুর নাম ঝুমা হালদার বয়স (৩৬)বছর। পরিবারের রয়েছে স্বামী বিপুল হালদার, এক ছেলে ও এক মেয়ে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ওই গৃহবধূ বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ওই গৃহবধূকে। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কি কারণে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল তদন্ত শুরু করেছে ইংরেজি বাজার থানার পুলিশ।

No comments:

Post a Comment

Adbox