জানা যায় মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুরের জহুর পুরে অবৈধভাবে একটি পুকুর ভরাট করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে মালদা জেলা প্রশাসন। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে পুনরায় সেই পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়। সেই মতো শনিবার সকালে জেসিপি দিয়ে পুনরায় পুকুর খননের কাজ শুরু করা হয়।
তবে এই বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে গ্রামবাসীদের বক্তব্য, পুনরায় মাটি তুলে নেওয়া হচ্ছে। তবে এই ডোবা জায়গাটি ভরাট হয়ে যাওয়ার ফলে তাদের অনেকটাই সুবিধা হচ্ছিল।


No comments:
Post a Comment