মালদা জেলায় একাধিক বাস মালিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে গৌড়বঙ্গ বাস মালিক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি বাস চাচলে আটকে রাখার অভিযোগ উঠেছে অন্যান্য বাস মালিক সংগঠনের বিরুদ্ধে। তারই প্রতিবাদে কয়েকদিন ধরে চাচল রুটে গৌড়বঙ্গ বাস মালিক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশ নের বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তারপরও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার থেকে জেলা জুড়ে ওই বাস মালিক সংগঠন সমস্ত বাস বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার একদিন আগে জেলার প্রতিটি রূটে প্রায় ৬০ টি বাস বন্ধ হয়ে পড়াই অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রশাসনের তরফ থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় অতিরিক্ত বাস চালানো হয় প্রতিটি রুটে। কিন্তু পরীক্ষার একদিন আগেই মালদহে প্রতিটি রুটে বাস ধর্মঘটের জেরে ছাত্র-ছাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা। যদিও আন্দোলনকারী বাস সংগঠন কর্তাদের দাবি প্রশাসনের তরফ থেকে সোমবারের মধ্যেই সমস্যার সমাধান করলে মঙ্গলবার থেকে তারা রাস্তায় বাস নামাবে। তবে প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কোনো সদ উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি ।
এ বিষয়ে গৌরঙ্গ বাস অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত চক্রবর্তী অভিযোগ করে বলেন, গত শুক্রবার থেকে চাচুর লুটে আমাদের বাস বন্ধ রয়েছে কারণ সেখানকার কিছু দুষ্কৃতি এবং কিছু চেন মাস্টার তারা মালদা প্রোগ্রেসিভ বাস অনার্স অ্যাসোসিয়েশন সদস্যদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদের বাসগুলিকে বন্ধ করে রেখেছে। সেই বন্ধের প্রতিবাদে আমরা আরটিও ও চাচল থানার অভিযোগ জানিয়েছি তবে প্রশাসন এখনো অব্দি কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি প্রশাসন আমাদের গাড়িগুলিকে ছাড়িয়ে দেয় তাহলে আমরা আগামীকাল গাড়ি চালাব না হলে গাড়ি চালাবো না এখনো পর্যন্ত আমাদের 12 খানা গাড়ি আটকানো আছে।
যদিও গৌড়বঙ্গ বাস অনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা, প্রগ্রেসের বাস অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মালদা প্রোগ্রেসিড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিবেক দাস জানান আমরা কোনরকম ধর্মঘট করি না ধর্মঘটের আমরা সবসময় বিরোধিতা করে। যারা আমাদের নামে এই অভিযোগ করছেন তারা কার স্বার্থে কিসের জন্য আমাদেরকে এইভাবে অভিযোগ করছেন আমরা সেটা বুঝতে পারছি না। এই ঘটনার পিছনে আমাদের কোন চেন মাস্টারমশাই জড়িয়ে নয়।


No comments:
Post a Comment