ওয়েব ডেস্ক :- প্রয়াতদের স্মৃতির উদ্দেশ্যে বেনেখালী আমরা সবাই ক্লাবের পরিচালনায় , ২৬ শে ফেব্রুয়ারী, রবিবার, গ্রামীণ হাওড়ার, বাউড়িয়ার পূর্ব বুড়িখালি বেনেখালী শিব কালী মন্দির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ১৬ দলীয় নক আউট একদিন ব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্ট।
এই একদিন ব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্ট উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও। উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস, সমাজসেবী তাপস ঘোষ। উপস্থিত ছিলেন এই ক্লাবের সদস্য স্বপন শীল, সুজয় জানা, সৌম্য শীল, গোপাল শীল, দুবরাজ শীল, ভুটান ঘোষ, আকাশ দাস, সুরজিৎ মাঝি, তাপস ঘোষ, উজ্জ্বল শীল, রাজা সামন্ত, সানু প্রামাণিক সহ অন্যান্য সদস্যরা।
এই টুর্নামেন্টে বিজয়ী হয় আসাম ব্রিগেড একাদশ। আর রানার্স হয় পার্থ প্রতিম একাদশ। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


No comments:
Post a Comment