নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- ২৫ শে ফেব্রুয়ারী, শনিবার, গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার নোনায় একটি সামাজিক অনুষ্ঠান ভবনে বসন্ত উৎসব এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটলো "আত্মিক" - এর। এই আত্মিক নামক সংগঠনটির প্রতিষ্ঠাতা হলেন চুমকি ঘোষ। এই "আত্মিক" নামক সংগঠন মূলত সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করবে।
যে সমস্ত প্রতিভারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভার আত্মপ্রকাশ করতে পারে না, তাদেরকে সঠিক একটা মঞ্চ দিতে সচেষ্ট হবে এই "আত্মিক" সংগঠন। সাংস্কৃতিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের মধ্যেও নিজেদের নিয়োজিত করবে "আত্মিক"।
এদিন আত্মিক এর আত্মপ্রকাশ এবং একই সঙ্গে আত্মিক এর প্রথম বসন্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ দে। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ হাসিবুর রহমান। উপস্থিত ছিলেন মাননীয় গৌতম বোস মহাশয়। উপস্থিত ছিলেন "আত্মিক" সংগঠনের প্রতিষ্ঠাতা চুমকি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং এই সংগঠনের অন্যান্য সদস্যরা।
এদিন উপস্থিত অতিথি বর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পথ চলা শুরু করে "আত্মিক"। উপস্থিত সকল অতিথিদের পুষ্প দিয়ে বরণ করে নেন আত্মিক এর প্রতিষ্ঠাতা চুমকি ঘোষ। বরণ পর্বের পর শুরু হয় আত্মিক দ্বারা আয়োজিত প্রথম বসন্ত উৎসব।
এদিন উপস্থিত অতিথিরা কবিতা পাঠ করেন। ক্ষুদে শিল্পীরা নিত্য পরিবেশন করে। বিশিষ্ট শিল্পীরা গানের মাধ্যমে বসন্তকে স্বাগত জানায়। এদিনের আত্মিক এর আত্মপ্রকাশ ও বসন্ত উৎসবে ভিড় জমান বহু সাংস্কৃতিক প্রেমী মানুষেরা।


No comments:
Post a Comment