এবছর চককাশির এই হরিনাম সংকীর্তন ৬১ তম বর্ষে পদার্পণ করলো। আজকে শেষ দিনে প্রসাদ বিতরণ ও নরনারায়ণ সেবা। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের পৌরপিতা অসিরঞ্জন অধিকারী সহ মন্দির কমিটির সকল সদস্যগণ।
এদিন পৌরপিতা অসিরঞ্জন অধিকারী বলেন, ৬১ তম বর্ষে পদার্পন করলো এই উৎসব। চক্কাশি ২ নং কলোনির সমস্ত ধরণের মানুষ বৃদ্ধ থেকে শুরু করে যুব সমাজ সকলে এটা আনন্দের সঙ্গে প্রতি বছরের ন্যায় এই বছরেও এই উৎসবটা করেন। নয় নয় করে আজকে অন্ননকূট এ খাওয়ানো হয় ৭ থেকে ৮ হাজার মানুষকে। সকাল থেকে রান্না চলছে। উৎসবে মানুষ ধীরে ধীরে আসা শুরু করেছে। আমাদের পালা কীর্তন শেষ হলেই খাওয়ানো শুরু হবে। এটা ২ নং কলোনির একটা ঐতিজ্য। এই দিনটাতে সমস্ত মানুষ যার সাথে যার মতবিরোধ থাকুক, মতভেদ থাকুক আজকের দিনটায় সকলে এক। এই চারদিন ধরে যে অনুষ্ঠান হচ্ছে আজকের দিনে সব এক হয়ে উৎসবটাকে পালন করছে।


No comments:
Post a Comment