ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায়, ৮ জানুয়ারি, রবিবার, 'বাউড়িয়া বুড়িখালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি' -র উদ্যোগে 'স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির' এর আয়োজন করা হয়। এই সমগ্র অনুষ্ঠানের ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার তাপস ঘোষ।
এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী তাপস ঘোষ। তারপর উপস্থিত সকলে একে একে শহীদ বেদীতে মাল্লোদান করেন। এরপর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতীকী আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত সকল অতিথিরা এবং সংগঠনের সদস্যরা। এরপর সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদের বরণ করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক গাঙ্গুলী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ব্যাক্তিবর্গরা।
এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি এদিনের বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা ও রক্ত পরীক্ষা শিবিরের মাধ্যমে বহু মানুষ উপকৃত হন।
No comments:
Post a Comment