Breaking

Wednesday, December 7, 2022

দেশের প্রথম GOLD ATM চালু হয়েছে

ওয়েব ডেস্ক :- GOLD ATM চালু করা হয়েছে হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে। ভারতে এই জাতীয় কোনো এটিএম আনা হল প্রথমবার। 

খুব সহজেই সোনা কেনা যাবে এই এটিএম থেকে। সারাদিনে যে কেউ যখন খুশি কিনতে পারবেন এই সোনা। এই সোনা কেনা যাবে নগদে বা ধারে দুভাবেই। 

এই এটিএম থেকে বিভিন্ন দামের ও মাপের সোনার কয়েন পাওয়া যাবে। এই এটিএম অন্য এটিএম গুলির মতোই কাজ করবে।


No comments:

Post a Comment

Adbox