স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (09-12-2022)। আর প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে। আর ওইদিনেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেসিরা খেলবেন ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে (10-12-2022)।
কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে (10-12-2022) মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। তাদের লড়াই শনিবার ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে। আর ওইদিনই চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে (11-12-2022) এই ম্যাচ।
আর আপামোর বাংলার ফুটবল প্রেমীরা এখন চাইছেন কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা পৌঁছে যাক কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে। ফুটবল প্রেমীদের আশা কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে (14-12-2022) চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই হোক। আর তাই এখন গোটা বাংলা জুড়ে ফুটবলের উত্তেজনা তুঙ্গে।
মেসিরা, কোয়ার্টার ফাইনালে খেলবে নেদারল্যান্ডসের সাথে। প্রতিপক্ষ তুলনায় সহজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মেসিরা তাদের হারালেই পৌঁছে যাবে সেমি-ফাইনালে। আর তাই ভক্তরা এখন কোয়ার্টার ফাইনালে দুটি জয় কামনা করছে।
আর সেটা হলেই সেমিতে, ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখবে গোটা বিশ্ব। আর কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল এই প্রত্যাশিত ম্যাচ হলে ফুটবল ইতিহাসে কাতার এক অনন্য সময়ের সাক্ষী হতে পারবে।
No comments:
Post a Comment