Breaking

Wednesday, December 7, 2022

Arijit Singh : 'আমার ১০০ কোটি টাকার প্রয়োজন, প্লিজ আমার পাশে থাকুন'

বিনোদন ডেস্ক, আমার কলম :- তার 'কেশরিয়া'-র সুরে গোটা দেশ এখন মাতাল। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং। আর দর্শকদের প্রিয় গায়ক অরিজিৎ এর গান শোনার জন্য তখন ভরে গিয়েছে মুম্বইয়ের জিও গার্ডেন। তিনি সেখানে এলেন, কিন্তু গান শোনানোর আগে, অরিজিৎ তার হৃদয়ের কিছু কথা উপস্থিত সকলের সাথে ভাগ করে নিলেন। 

অরিজিৎ পরিচিত স্বল্পভাষী বলেই। কিন্তু মুম্বইয়ের জিও গার্ডেনে তিনি বলেন নিজের মনের কথা। আর অরিজিৎ এর গানের অনুরাগীরা মন দিয়ে শুনলেন তার হৃদয়ের কথা। অরিজিৎ এর অনুরোধ, 'আমার ১০০ কোটি টাকার প্রয়োজন, প্লিজ আমার পাশে থাকুন।' 

কিন্তু কেনো? তার খোলসা করলেন তিনি নিজেই। অরিজিৎ আরও বলেন, 'প্রথমবার আমি কিছু কথা বলার চেষ্টা করছি। যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার একটা এমন টিম চাই, কারণ সকলেই কিছু ভালো করতে চায়। আমার মনে হয় মানুষের পাশে থাকুন, দুঃস্থদের সাহায্য করুন। এটা না করলে জীবনে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়।' 

অরিজিৎ আরও বলেন, 'এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। উনি আমার অনুপ্রেরণা। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছে, সেখানে এমন অনেক মানুষ এমন আছেন। আমি আমার নিজের জায়গা থেকেই এই কাজ শুরু করতে চাই, আর এটা হলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে আমি একটা স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করেছি। আমি বিশ্বাস করি, সমস্ত ভালো কাজ বাড়ি থেকেই শুরু হয়।' 

অরিজিৎ উপস্থিত অনুরাগীদের বলেন, 'আমি একটা সেলফ সাসটেন্ড স্কুল তৈরি করতে চাই, যে জন্য ১০০ কোটি টাকার প্রয়োজন। এটা প্রথমে আমি জানতাম না। কাজ শুরু করার পর আমি জানতে পারি। তাই আমি অর্থ সংগ্রহ করছি। কিন্তু আমি শুধুই টাকা চাই না। আমি চাই আপনারা সৎভাবে আমার পাশে থাকুন। যাঁরা মিউজিক শুনতে এসেছেন, তাদের সকলেরই একটা হৃদয় রয়েছে।' 



No comments:

Post a Comment

Adbox