স্পোর্টস ডেস্ক, আমার কলম :- দক্ষিণ কোরিয়ার সাথে কার্যত ছেলে খেলা করলো ব্রাজিল। নেইমারের দল, দক্ষিণ কোরিয়াকে প্রি-কোয়ার্টারে ৪-১ গোলে উড়িয়ে দিল। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল।
এই ম্যাচে দক্ষিণ কোরিয়া ডিফেন্স ভেঙে পড়ে তাসের ঘরের মতো। প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়াকে ৪ গোল হজম করতে হয়। এই ম্যাচে সন হিউং মিনের দলকে খুঁজেই পাওয়া গেল না ব্রাজিলের বিরুদ্ধে।
ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় জুনিয়র ভিনিসিয়াস ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন। তারপর ১৩ মিনিটের মাথায় গোল করেন নেইমার (পেনাল্টি)। রিচার্লিসন গোল করেন ২৯ মিনিটের মাথায়। ৩৬ মিনিটের মাথায় গোল করেন লুকাস পাকুয়েতার।
ম্যাচের ৭৬ মিনিটের মাথায় পাইক সিয়ং হোর করা হলে দক্ষিণ কোরিয়া ব্যাবধান কমায়। এবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের লড়াই লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার সঙ্গে। আবার ২৪ বছর পর, প্রি-কোয়ার্টার পর্বে ব্রাজিল প্রতিপক্ষকে ৪ গোল দিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, চিলিকে ৪-১ গোলে হারিয়েছিল।
No comments:
Post a Comment