স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচে দেখা গেলো রুদ্ধশ্বাস নাটকীয়তা। নাটকের পর নাটক দেখা যায় এই লড়াইয়ে। মেসির আর্জেন্টিনা প্রথমে ২ গোলে এগিয়ে যায়। শেষ দিকে নেদারল্যান্ডস শোধ করে দেয় ২ গোল।
অবশেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো গোল হল না। তাই শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা হলো টাইব্রেকারে। আর্জেন্টিনা, নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে গেলো কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে।
লিও, জোনাল মার্কিং ভেঙে বেরিয়ে মোলিনাকে পাস বাড়িয়ে গোল করান। আবার গোল করলেন পেনাল্টি থেকেও। উইঘর্স্ট, ডাচদের হয়ে জোড়া গেল করেন (৮৩, ৯০+১১)।
No comments:
Post a Comment