Breaking

Saturday, December 10, 2022

হাওড়া জেলার বইমেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে

ওয়েব ডেস্ক :- হাওড়া জেলার বইমেলা এতদিন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে এসেছে হাওড়া সদরে। কিন্তু এই বছরের হাওড়া জেলার সেই বইমেলা স্থান পরিবর্তন করে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া গ্রামীণে। সূত্র মারফত জানা গেছে, স্থান পরিবর্তন করে এই বইমেলা গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, উলুবেড়িয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে বসবে এই বইমেলা। 

চলতি ডিসেম্বর মাসের আগামী ২০ তারিখে এই বইমেলা শুরু হবে বলে সূত্রের খবর। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। রাজ্য গ্রন্থাগার বিভাগ এই বইমেলার আয়োজক বলেই জানা গেছে। সূত্রের খবর, উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের কর্তাদের সাথে ইতিমধ্যেই এবিষয়ে একটি বৈঠক করেছে জেলা গ্রন্থাগার বিভাগ এর কর্তারা। 

সূত্রের খবর, এই বইমেলার আয়োজক কমিটির সদস্যরা শুক্রবার ইতিমধ্যেই বইমেলা অনুষ্ঠিত হওয়ার স্থল পরিদর্শন করেছেন। উলুবেড়িয়ায় এই বইমেলা অনুষ্ঠিত হওয়ার খবরে খুবই খুশি উলুবেড়িয়া সহ গোটা গ্রামীণ হাওড়ার বই প্রেমী সাধারণ মানুষেরা।

No comments:

Post a Comment

Adbox