Breaking

Saturday, December 10, 2022

এলাকার নাগরিক সমাজের উদ্যোগে বাউড়িয়ায় পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস

ওয়েব ডেস্ক :- আজ, ১০ ই ডিসেম্বর, শনিবার, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর দিনটি মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এছাড়াও 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এই তারিখকে নির্ধারণ করা হয়। 

আর এদিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায় "এলাকার নাগরিক সমাজ"এর উদ্যোগে আজকের দিনটি উদযাপিত হয়। বাউড়িয়ার ফোর্টগ্লাসটার মোড়ে এদিন একটি "প্রকাশ্য আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। "এলাকার নাগরিক সমাজ"এর উদ্যোগে আয়োজিত এই "প্রকাশ্য আলোচনা সভা"র সভাপতিত্ব করেন আইনজীবী গৌতম মল্লিক। 

এই প্রকাশ্য আলোচনা সভার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যাপক তথা গবেষক উত্তম পুরকায়েত। তিনি আন্তর্জাতিক মানবাধিকার দিবস এর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও এই প্রকাশ্য আলোচনা সভায় এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনোজ ব্যানার্জী, সৌমেন বাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।


No comments:

Post a Comment

Adbox