Breaking

Saturday, December 10, 2022

মীরাকুলাস ড্রইং শো অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে

ওয়েব ডেস্ক :- মীরাকুলাস ড্রইং শো অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে। শনিবার, রং ও রেখা এবং পূর্ণেন্দু শিল্প গ্রামের ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়। 

ব্যতিক্রমী শিল্পী রবিন বর এর উপস্থাপনায় হয় অভিনব এই ড্রইং শো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর, ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

No comments:

Post a Comment

Adbox