ওয়েব ডেস্ক :- ⏩ গ্রামীণ হাওড়ার শ্যামপুরের ৫৮ গেট সংলগ্ন গড়চুমুক মিনি চিড়িয়াখানা অবশেষে খুলতে চলেছে! "গড়চুমুক মিনি জু" খুলতে চলেছে আগামী ১৫ ই ডিসেম্বর থেকে।
⏩ সম্প্রতি এখানে রাখা হয়েছে ম্যাকাও, ইমু, নীলগাই, অজগর ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি ও জীবজন্তু।
⏩ তবে এবার পর্যটকদের একটু বেশি টাকা ব্যয় করতে হবে গড়চুমুকে ঘুরতে গেলে। কারণ গড়চুমুক পর্যটন কেন্দ্রের একাংশ চলে গিয়েছে বেসরকারি সংস্থার হাতে।
No comments:
Post a Comment