Breaking

Friday, December 9, 2022

FIFA World Cup Qatar 2022 : ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় ব্ৰাজিলের

স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপে ঘটলো বিরাট অঘটন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে গিয়ে হেরে গেল। 

ম্যাচের অতিরিক্ত সময়ে গিয়ে ১০৫ মিনিটের মাথায় নেইমার গোল করেন। যার জেরে মনে করা হয়েছিল ব্রাজিল সেমিতে যেতে চলেছে। কিন্তু ম্যাচের ১১৬ মিনিটের মাথায় পেটরোভিক এর করা গোলে ক্রোয়েশিয়া গোল শোধ করে। 

আর তার জন্য শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে গিয়েও ব্রাজিলকে শেষ পর্যন্ত হারতে হল। ক্রোয়েশিয়া, ব্রাজিলকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল। 

ব্রাজিল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে গেল। ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ টাইব্রেকারে বাঁচিয়ে দেন রদরিগোর শট। মারকুইনস চতুর্থ শটে পোস্টে মারেন। অন্যদিকে ক্রোয়েশিয়া, টাইব্রেকারে চারটিই গোল করে।

No comments:

Post a Comment

Adbox