Breaking

Friday, December 2, 2022

Duare Sarkar Camp : খুশির খবর রাজ্যবাসীর জন্য, "দুয়ারে সরকার"-এর মেয়াদ বাড়ানো হল

ওয়েব ডেস্ক :- পশ্চিমবঙ্গ সরকার, ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল "দুয়ারে সরকার" ক্যাম্পের সময়সীমা। শুক্রবার, নবান্নে একটি বৈঠকের পর, এ কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে। 

দুয়ারে সরকার কর্মসূচি, গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল। এই কর্মসূচি চলার কথা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। তারপর এই কর্মসূচির সময়সীমা বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। 

কিন্তু এই কর্মসূচিতে অভাবনীয় সাড়া পাওয়ায় নবান্ন "দুয়ারে সরকার" ক্যাম্পের মেয়াদ আরও ২৬ দিন বাড়াল। অর্থাৎ এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করা যাবে "লক্ষ্মীর ভাণ্ডার" প্রকল্পের জন্যও।

No comments:

Post a Comment

Adbox