Breaking

Friday, December 2, 2022

কলকাতা পুরসভা কলকাতায় বন্ধ করে দিল হুক্কা বার

ওয়েব ডেস্ক :- কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম গোটা কলকাতায় হুক্কা বারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। 

শুক্রবার 'টক টু মেয়র'-এ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমাদের কাছে প্রমাণ না থাকলেও অভিযোগ এসেছে, হুক্কাবার গুলিতে কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়ে যাতে অনেকেই নেশাগ্রস্ত হয়ে পরছেন। এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 

তাই আর কোনও হুক্কাবারের লাইসেন্স দেওয়া হবে না। এমনকি ইতিমধ্যেই যা দেওয়া হয়ে গিয়েছে সেই লাইসেন্সগুলিও বাতিল করা হবে।'

No comments:

Post a Comment

Adbox