নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া :- শনিবার, ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সারা বিশ্ব জুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি। আর গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার জগৎপুরে অবস্থিত "আনন্দ ভবন ডেফ ব্লাইন্ড স্কুল"-এ নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এই বিশেষ দিনটি।
এই স্কুলের প্রতিষ্ঠা হয় ১৯৮৪ সালে। আর সেই থেকেই এই স্কুল বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেষ্ট। এই স্কুলে প্রায় ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। আর এই সকল ছাত্র ছাত্রীদের এবং শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শনিবার উদযাপিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
আর শনিবারের এই বিশেষ দিনে শনিবার সকালে এই স্কুলের আবাসিক ছাত্র ছাত্রীদের হাতে উপহার হিসাবে পোশাক তুলে দেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু।
শনিবারের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া থানা ও রাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মৃত্যুঞ্জয় খাড়া। উপস্থিত ছিলেন "বিটা কনস্ট্রাকশন"-এর কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চুমকি ঘোষ। উপস্থিত ছিলেন আনন্দ ভবন ডেফ ব্লাইন্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস সহ অন্যান্য সহ শিক্ষকগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
শনিবারের অনুষ্ঠানের শুভ সূচনা করে এই স্কুলেরই ছাত্র ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। পাশাপাশি এই স্কুলের ছাত্র ছাত্রীরা নৃত্য পরিবেশন করে, কবিতা ও গান করে অনুষ্ঠানে। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের বরণ করে নেন স্কুলের পড়ুয়ারাই।
পাশাপাশি অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের এবং শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই বিশেষ দিনে আবাসিক ছাত্র ছাত্রীদের সুবিধার্থে চিকিৎসক মৃত্যুঞ্জয় খাড়া উপহার দেন একটি ওয়াশিং মেশিন।
এই স্কুলের দৃষ্টিহীন পড়ুয়াদের দেবী দুর্গার রূপের অনুভূতি প্রদানের জন্য "বিটা কনস্ট্রাকশন"-এর কর্ণধার গৌতম বোস আবাসিক ছাত্র ছাত্রীদের একটি "দেবীদুর্গা"র মূর্তি উপহার দেন। আসলে দৃষ্টিহীন পড়ুয়াদের দুটো হাতের মাধ্যমেই পৃথিবীর সমস্ত কিছু উপলব্ধি করতে হয়। আর তাই এই মানবিক উদ্যোগ নিয়েছেন "বিটা কনস্ট্রাকশন" এর কর্ণধার গৌতম বোস। এছাড়াও একটি মেডিক্যাল কিট স্কুলের হাতে তুলে দেন গৌতম বোস।
শনিবারের এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের আবাসিক ছাত্র-ছাত্রীরা নিজেদের অন্যান্য প্রতিভা প্রকাশ করার একটা সুযোগ পেয়ে প্রত্যেকেই খুব খুশি হয়।
No comments:
Post a Comment