Breaking

Sunday, December 4, 2022

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যেই ইস্তফা দিলেন প্রধান, উপ-প্রধান ও অঞ্চল সভাপতি

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শনিবার, কাঁথি ৩ নম্বর ব্লকের মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপ-প্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্র - কে তাদের কাজে গাফিলতি ও অনিয়মের অভিযোগে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন। 

শনিবার অভিষেক কাঁথির সভা থেকে বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে সবার ইস্তফা চাই। না ইস্তফা দিলে আইনি ব্যবস্থা নেব। সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ করব।' 

আর তার ঠিক ২৪ ঘণ্টার মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ইস্তফা দিলেন, কাঁথি ৩ নম্বর ব্লকের মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপ-প্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। 

তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতির সাথে রবিবার এক বৈঠকের পরেই তৃণমূলের এই তিন নেতা জমা দেন নিজেদের পদত্যাগপত্র। 

No comments:

Post a Comment

Adbox