Breaking

Friday, December 16, 2022

হাওড়া জেলার বইমেলা শুরুর দিন পরিবর্তন, বইমেলা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর

ওয়েব ডেস্ক :- হাওড়া জেলার বইমেলা এবার অনুষ্ঠিত হবে উলুবেড়িয়ায়। হাওড়া জেলার বইমেলা এতদিন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে এসেছে হাওড়া সদরে। কিন্তু এই বছরের হাওড়া জেলার সেই বইমেলা স্থান পরিবর্তন করে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া গ্রামীণে। স্থান পরিবর্তন করে এই বইমেলা গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হবে। উলুবেড়িয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে বসবে এই বইমেলা। 

প্রথমে এই বইমেলা শুরুর কথা ছিল চলতি ডিসেম্বর মাসের ২০ তারিখে থেকে। বইমেলা চলার কথা ছিল আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই বইমেলা শুরুর দিন পরিবর্তন করা হয়েছে। এই বইমেলা এবার শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর থেকে। বইমেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। 

জানা গেছে, ৩৪তম হাওড়া জেলা বইমেলার এবারের থিম - "স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ"। জানা গেছে, এই বইমেলার শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক দিন দুপুর ১২.৩০ মিনিট থেকে রাত্রি ৭.৩০ মিনিট পর্যন্ত চলবে এই বইমেলা। 

No comments:

Post a Comment

Adbox