Breaking

Thursday, December 15, 2022

আকাশে দেখতে পাওয়া আলোর রহস্য কি? আসল সত্য কি?

ওয়েব ডেস্ক :- বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে শুরু করে অন্যান্য জেলার আকাশে আচমকা অদ্ভুত আলো দেখা যায়। এই আলো আসলে কিসের? এ নিয়ে জল্পনার শুরু হয় বিস্তর। আর তরধেই সামনে আসে নতুন তত্ত্ব। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। 

সফল হয়েছে ওই উৎক্ষেপণ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ ডিআরডিও-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি। পারমাণবিক অস্ত্র বহনে এটি সক্ষম। ৫ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা ওই ক্ষেপণাস্ত্রের। 

এর মধ্যে অগ্নি-৫ নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শুধু অগ্নি-৫ নয়, অগ্নি-৬ এর মতো আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ডিআরডিও তৈরি করছে।

No comments:

Post a Comment

Adbox