Breaking

Wednesday, September 7, 2022

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- মঙ্গলবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভা থেকে ফুলেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। তারপর ফুলেশ্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। 

মঙ্গলবারের এই বিক্ষোভ মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। 

পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ সকল সিআইসি মেম্বার এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরা। 

উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বেনু কুমার সেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। 

মঙ্গলবারের এই প্রতিবাদ সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কেন্দ্রের বিজেপি সরকারকে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেন। পাশাপাশি তৃণমূল নেতৃত্বরা রাজ্যের বিরোধী দলনেতার ব্যাক্তি আক্রমণ করাকেও তীব্র নিন্দা জানান। 

এদিনের এই প্রতিবাদ সভায় রাজ্যের মন্ত্রী পুলক রায় এর হাত ধরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ একাধিক বিধায়কের উপস্থিতিতে বিজেপি ও সিপিআইএম ছেড়ে বহু কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 

মঙ্গলবারের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সাধারণ মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


No comments:

Post a Comment

Adbox