Breaking

Thursday, September 8, 2022

Asia Cup 2022, INDvsAFG : টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম শতরান বিরাটের! আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট জয় ভারতের!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- এশিয়া কাপ এর নিয়ম রক্ষার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেট হারিয়ে আফগানিস্তানের সামনে ২১৩ রানের বিশাল লক্ষ্য মাত্রা রাখে। আর এই ম্যাচে দীর্ঘ প্রতীক্ষার পর দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং করে শতরান (১২২) করেন কিং কোহলি। অন্যদিকে অধিনায়ক কেএল রাহুল করেন অর্ধ শতরান (৬২)। 

এদিন মাঠে ঝড় তোলেন বিরাট কোহলি। অবশেষে প্রায় আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে বিরাট কোহলির শতরানের খরা কাটলো। কিং কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে দুর্দান্ত একটা শতরান করেন। 

বিরাট কোহলি ২০১৯ সালের নভেম্বর মাসে শেষ শতরানটি করেছিলেন। এটিই বিরাট কোহলির প্রথম শতরান টি-২০ আন্তর্জাতিকে। এই শতরানের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দিলেন বিরাট। কোহলি এই নিয়ে ৭১ তম শতরানের অধিকারী হলেন।

নিয়ম রক্ষার এই ম্যাচে দাপট দেখায় ভারতীয় বোলাররা। মেন ইন ব্লু এই ম্যাচে ১০১ রানে জয়ী হয়। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানই করতে পারে। 

এই ম্যাচে ভুবনেশ্বর কুমার ৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ৫ টি উইকেট। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৫৯ বলে ৬৪ রানের একটি ইনিংস খেলেন।

                             _______
                             __ 

No comments:

Post a Comment

Adbox