Breaking

Saturday, September 3, 2022

চেঙ্গাইলের নেপালী ফেরীঘাটের নব নির্মাণে উদ্যোগী উলুবেড়িয়া পৌরসভা

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্য সরকার রাজ্যের জলপথ পরিবহন ব্যাবস্থাকে ঢেলে সাজানো এবং তার সার্বিক উন্নয়নে উদ্যোগী হয়েছে। সেই উদ্দেশ্যেই রাজ্যের একাধিক জায়গায় নতুন জেটি ঘাট নির্মাণ ও সংস্কারের কাজ হয়েছে। 

আর সেই কাজে পিছিয়ে নেই হাওড়াও। গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত চেঙ্গাইল নেপালী ফেরীঘাট এর সংস্কারে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। চেঙ্গাইল এর এই নেপালী ফেরী ঘাট দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার পুজালী যাওয়া যায়।

কিন্তু এই জেটি ঘাটতি এখনও পর্যন্ত পাকা নয়। আর এবার রাজ্য সরকার এই জেটি ঘাট টিকে পাকা কংক্রিটের তৈরি করতে চলেছে। আর সেই কাজ শুরু করার আগেই শনিবার সরেজমিনে চেঙ্গাইল এর নেপালী ফেরী ঘাট পরিদর্শন করলেন সরকারি আধিকারিকদের একটি বিশেষ দল। 

আর সরকারি এই দলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। 

পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার অসিরঞ্জন অধিকারী ও মইনুদ্দিন মিদ্দে (বাদশা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। আর এই ফেরীঘাটের নব নির্মাণের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এই খবর পেতেই খুশি এলাকার সর্বস্তরের মানুষেরা। 

No comments:

Post a Comment

Adbox