ডেস্ক রিপোর্ট, আমার কলম :- অভিষেক বন্দ্যোপাধ্যায় 'পাপ্পু' বললেন অমিত শাহকে। এটা কয়লা কেলেঙ্কারি নয়, স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি। এরা অন্য একটি দলের নেতাকে পাপ্পু বলে। আসল পাপ্পু হল অমিত শাহ।
ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। বাড়ি থেকে তুলে নিয়ে যান। সিজিও কম্পলেক্সে থেকে বেরিয়ে এমনই দাবি করলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'মাথানত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না। নিজের ছেলেকে দেশপ্রেম শেখান, তারপর বাংলার মানুষকে শেখাবেন।'
No comments:
Post a Comment