ডেস্ক রিপোর্ট, আমার কলম :- নতুন ইতিহাস রচিত হল। অবশ্য প্রত্যাশাও সেটাই ছিল। সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) -এর সভাপতি পদে কল্যাণ চৌবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সভাপতি পদের নির্বাচনে কল্যাণ চৌবে, বাইচুং ভুটিয়াকে হারিয়ে দিয়েছেন ৩৩-১ এ। AIFF -এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথমবার সভাপতি পদে বসলেন প্রাক্তন কোনও ফুটবলার।
পূর্ব প্রত্যাশা মতোই ফেডারেশেন এর সভাপতি পদে প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে ভোট পেয়েছেন অনেক বেশি। এই নেতার দিকেই বেশির ভাগ রাজ্য সংস্থার সমর্থন ছিল।
No comments:
Post a Comment