ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আজ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কাছে সেন্ট্রাল এভিনিউ থেকে রেড রোড পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে রাজ্যের প্রতিটি জেলাতেও অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পদযাত্রা। আর তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য পদযাত্রা। এদিন উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। আর শোভাযাত্রা শেষ হয় উলুবেড়িয়া কালীবাড়িতে।
আর এদিনের এই বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলান হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। এদিন এই বর্ণাঢ্য পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। উপস্থিত ছিলেন সাঁকরাইল এর বিধায়ক প্রিয়া পাল। উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সতীনাথ ঘোষ। হাওড়া গ্রামীণ পুলিশের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।
পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ উলুবেড়িয়া পৌরসভার সকল সিআইসি মেম্বার এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন।
এদিনের এই বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলান গ্রামীণ হাওড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তারা। এদিনের পদযাত্রায় বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়। এদিনের এই পদযাত্রা কার্যত জনজোয়ারের রূপ নেয়।
No comments:
Post a Comment