Breaking

Thursday, September 1, 2022

আজ কলকাতায় পদযাত্রা ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতায় এক বর্ণাঢ্য পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েই এই পদযাত্রা। 

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আজ দুপুর ২ টো নাগাদ বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। 

এদিনের পদযাত্রায় উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য তারকারা। এছাড়াও রেড রোডে থাকবে লোক সংগীত এবং বাউল গানের ব্যাবস্থাও।

No comments:

Post a Comment

Adbox