প্রদীপ কুমার সাঁতরা , আমার কলম :- নির্বাচন কমিশন তৎপর, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে। সময়ের বিচারে ২০২৩ সালের এপ্রিল মাসেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর তার আগেই রাজ্য নির্বাচন কমিশন, পুনর্বিন্যাস এবং সংরক্ষণ নিয়ে জেলা গুলিকে চিঠি দিয়েছে। সোমবার কমিশন ওয়ার্কশপ করেছে জেলা গুলিকে এই বিষয়ে পাঠ দিতে। প্রশাসনের একাংশ এটিকে আগাম ভোটের প্রস্তুতি বলেই মনে করছেন। কমিশন সচিব নীলাঞ্জন শান্ডিল্য, ইতিমধ্যেই জেলা শাসক তথা জেলা নির্বাচন অফিসারদের চিঠি দিয়েছেন বলেই সূত্রের খবর।
রাজ্য নির্বাচন কমিশন এর সূত্র মারফত জানা গেছে, ২০১৮ সালের হিসাব অনুযায়ী, ত্রিস্তর আসন সংখ্যার মধ্যে, - গ্রাম পঞ্চায়েত এর আসন সংখ্যা ৪৮ হাজার ৬৩৬। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯ হাজার ২১৪। জেলা পরিষদ এর আসন সংখ্যা ৮২৪।
রাজ্য নির্বাচন কমিশন এর সূত্র মারফত জানা গেছে, রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্র মারফত জানা গেছে, রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের পুনর্বিন্যাস এর কাজ শেষ করবে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে। আসন সংরক্ষণ এর কাজ শেষ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে। ওবিসি সার্ভে করার কাজ শেষ করা হবে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু পুরসভার মেয়াদ ফুরোচ্ছে। আগামী ১৩ আগস্ট মেয়াদ ফুরোচ্ছে - পাঁশকুড়া, বুনিয়াদপুর, ধূপগুড়ি, হলদিয়া, নলহাটি, দুর্গাপুর, কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরসভা গুলির আসন সংরক্ষণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরসভা গুলির খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ আগস্ট এর মধ্যে। মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরসভা গুলির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১ সেপ্টেম্বর। মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরসভা গুলিতে নভেম্বরের আগে মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরসভা গুলিতে নির্বাচন হবে না।


No comments:
Post a Comment