Breaking

Wednesday, August 10, 2022

রাখি পূর্ণিমার দিন ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রদীপ কুমার সাঁতরা , আমার কলম :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আগামী ১১ অগাস্ট রাখি পূর্ণিমার দিন রাজ্যে ছুটি ঘোষণা করেছে। নবান্নের তরফে, শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, রাখির দিন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি থাকবে। পশ্চিমবঙ্গে এই প্রথম রাখি উপলক্ষ্যে কোনও সরকার ছুটি ঘোষণা করেছে। এই ঘোষণার ফলে স্বাভাবিক ভাবেই খুশি সরকারি কর্মচারীরা। 

তবে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর জানিয়েছে, রাখি বন্ধনের দিন সব অফিস ছুটি থাকবে না। সেই নির্দেশিকা জানানো হয়েছে, রাজ্যের সরকারি অফিসের পাশাপাশি রাজ্যের অধীনে থাকা বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, পর্ষদ, নিগম, পঞ্চায়েত এবং পুরসভার অফিসে ছুটি থাকবে। সমস্ত বিদ্যালয় এবং কলেজও বন্ধ থাকবে রাখির দিন। 

কিন্তু জানানো হয়েছে, রেজিস্ট্রার অব অ্যাসুরেন্স এবং স্ট্যাম্প রেভিনিউ কালেক্টরের অফিস ১১ তারিখ খোলা থাকবে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নতুন করে এটি সংযোজন করেছে।

No comments:

Post a Comment

Adbox