ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বাংলায় এই বছরের দুর্গোৎসব শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। কিন্তু শহর বাসী এই বছরের দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা হবেন সামনের মাসেই। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার সবচেয়ে বড় প্রাচীন উৎসব দুর্গোৎসবকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।
আর ইউনেস্কো-র দেওয়া স্বীকৃতি উদযাপন করা হবে পরের মাসেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১ সেপ্টেম্বরই শোভাযাত্রা করবেন। আর সেই শোভাযাত্রায় ইউনেস্কো-র প্রতিনিধিদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েছেন ইউনেস্কো-র প্রতিনিধিরা। ইউনেস্কো-র দুই প্রতিনিধি ওই দিনের শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা গেছে।
No comments:
Post a Comment