প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- আজ ২২ শে, শ্রাবণ। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আর এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এর দিনে হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হল কবি প্রণাম।
এদিন সকালে উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ সকল সিআইসি মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এছাড়াও এদিন উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে এবং সকল সৃজনশীল সাংস্কৃতিক সংস্থার সক্রিয় অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে। আর এদিনের এই কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু।
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার - আকবর শেখ, স্বপ্না সেন, রীতা ব্যানার্জী, মইনুদ্দিন মিদ্দে (বাদশা), অসিরঞ্জন অধিকারী সহ উলুবেড়িয়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা।
পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন ও অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।


No comments:
Post a Comment